পপুলার২৪নিউজ ডেস্ক:কোভিড-১৯ মহামারীর সংক্রমণ আফ্রিকার দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে।করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্টসহ ১০ জন মন্ত্রী।কোভিড-১৯ রোগীর সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন তারা।খবর বিবিসির।
দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী মিকাইল মাকুয়েই ১০ মন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত মন্ত্রীরা করোনা প্রতিরোধে টাস্ক ফোর্সের সদস্য ছিলেন। একমাত্র স্বাস্থ্যমন্ত্রী ছাড়া টাস্কফোর্সের সবাই করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরও করোনায় আক্রান্ত হয়েছেন বলে গুঞ্জন ওঠে। তবে তথ্যমন্ত্রী সেটি নাকচ করে দেন।
কয়েকদিন আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাসার এবং তার স্ত্রী প্রতিরক্ষামন্ত্রী অ্যাঞ্জেলিনা টিনিও করোনায় আক্রান্ত হন। টাস্ক ফোর্সের আক্রান্ত এক সদস্যের সংস্পর্শে এসে তারা সংক্রমিত হন।
আক্রান্ত সব মন্ত্রীরা আইসোলেশনে আছেন। এখন পর্যন্ত তারা আশঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে।
এদিকে মন্ত্রীদের দেহরক্ষী ও কর্মীরাও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
দক্ষিণ সুদানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮১ জন, এর মধ্যে মারা গেছেন ৬জন।