থারাঙ্গাকে ফেরালেন শুভাশীষ

পপুলার২৪নিউজ ডেস্ক:
স্বাগতিক শ্রীলংকার বিরুদ্ধে দিনের শুরুতেই সফলতা পেয়েছেন টাইগার বোলার শুভাশীষ রায়।

ষষ্ঠ ওভারে লংকান ইনিংসের ১৫ রানের মাথায় ওপেনার উপল থারাঙ্গাকে সাজঘরে ফেরান তিনি। বোল্ড হয়ে ফেরার আগে থারাঙ্গা ৪ রান তুলেন।

এরআগে মঙ্গলবার গলেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক রঙ্গনা হেরাথ।

৯ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ ১ উইকেটে ২২ রান। দিমুথ করুনারত্নে ১৬ এবং কুশল মেন্ডিস শূন্য রানে ক্রিজে রয়েছেন।

এদিকে বাংলাদেশ দলের একাদশ থেকে ছিটকে গেছেন ব্যাটসম্যান সাব্বির রহমান, পেসার কামরুল হাসান রাব্বি ও স্পিনার তাইজুল ইসলাম।

তাদের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস, পেসার মোস্তাফিজুর রহমান ও শুভাশীষ রয়।

মোস্তাফিজ ও শুভাশীষ যুক্ত হওয়ায় বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলছে। অপর পেসার হলেন তাসকিন আহমেদ।

দলে স্পেশালিস্ট কোনো স্পিনার খেলছেন না। তবে স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন- সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

আর প্রয়োজনে হাত ঘোরাতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও মুমিনুল হক। দলের বাকি সদস্যরা হলেন- ওপেনার তামিম ইকবাল ও অধিনায়ক মুশফিকুর রহিম।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে কঙ্গনার বিরুদ্ধে মুখ খুললেন করণ জোহর
পরবর্তী নিবন্ধমার্কিন জাহাজকে পিছু হটতে বাধ্য করল ইরান