থানা হেফাজতে যুবকের মৃত্যু: বিচার দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর হাতিরঝিল থানা হেফাজতে চুরির মামলায় গ্রেফতার আসামি রুমন শেখের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে রামপুরায় সড়কে অবস্থান নিয়েছেন নিহতের পরিবারের সদস্যসহ স্থানীয়রা।

রোববার (২১ আগস্ট) রাতে রামপুরার পলাশ বাগে সড়কে অবস্থান নেন তারা।

নিহত রুমন শেখের স্ত্রী মোসা. জান্নাত আক্তার বলেন, আমরা সুষ্ঠু বিচারের দাবিতে রামপুরায় রুমন যে অফিসে কাজ করতো, সেই অফিসের সামনে অবস্থান নিয়েছি।

এ বিষয়ে রামপুরা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী জানান, এমন একটি অবস্থান কর্মসূচির খবর শুনেছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে গিয়েছেন। রামপুরা প্রধান সড়কে যানবাহনের যানজট রয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, ৫৩ লাখ টাকা চুরির একটি মামলার আসামি ছিলেন রুমনের নামে। তাকে শুক্রবার বিকেলে ওই মামলায় গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়। পরে তিনি হাজতে নিজের পরিহিত ট্রাউজার দিয়ে আত্মহত্যা করেন।

গত শুক্রবার (১৯ আগস্ট) দিনগত রাত সাড়ে তিনটার দিকে হাতিরঝিল থানা হাজতে রুমন শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। পুলিশের দাবি তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

পূর্ববর্তী নিবন্ধগার্ডারচাপায় ৫ জনের মৃত্যুর ঘটনায় আদালতে মামলা
পরবর্তী নিবন্ধঅন্য কোনো শক্তির ওপর নির্ভর করার প্রয়োজন নেই: আইনমন্ত্রী