ত্রিপুরা থেকে বিদ্যুৎ কিনবে না বাংলাদেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ভারতের ত্রিপুরা থেকে নতুন করে বাংলাদেশ সরকার আর বিদ্যুৎ আমদানি করবে না।

সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদ্যুৎ খাতে সহযোগিতাসংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস।

আর ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারতের বিদ্যুৎ সচিব সুভাষ চন্দ্র গার্গ।

বৈঠক শেষে বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস সাংবাদিকদের বলেন, লাভজনক না হওয়ায় ভারতের ত্রিপুরা থেকে প্রস্তাবিত ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ কিনছে না বাংলাদেশ। এ ছাড়া আমরা এমন কিছু জায়গা চিহ্নিত করেছি, যেগুলো নিয়ে কাজ করলে উভয় দেশ লাভবান হবে।

ভারতের বিদ্যুৎ সচিব সুভাষ চন্দ্র গার্গ বলেন, আমরা আশা করছি- দ্রুত রামপাল বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসবে। তবে কবে নাগাদ উৎপাদনে আসবে সেটি তিনি জানাননি।

পূর্ববর্তী নিবন্ধআসামে বিশাল মুসলিম ‘বন্দি শিবির’ বানাচ্ছে ভারত
পরবর্তী নিবন্ধদীঘিনালায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ৩