‘ত্রিনয়ন ফাউন্ডেশন’ এর উদ্যোগে মুকসুদপুরে হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ

জেলা প্রতিনিধি:

ত্রিনয়ন ফাউন্ডেশন কর্তৃক ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচি – ২০২০’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুরের বেশ কয়েকটি গ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) গোপালপুর, আদমপুর, কৃষ্ণপুর, দাসেরহাট, ঢাকপাড়, ভাকুড়ি, ডাঙ্গাদূর্গাপুর, কমলাপুর প্রভৃতি গ্রামের সর্বাপেক্ষা অসহায় জনমানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। একই সাথে ত্রিনয়ন ফাউন্ডেশন ও জার্মানভিত্তিক সংস্থা ASG Germany e.v. এর যৌথ উদ্যোগে শারীরিকভাবে অক্ষম ব্যক্তির মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ত্রিনয়ন ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক ও ডিএমপি, ঢাকার সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জনহিতকর উক্ত অনুষ্ঠানে সমাজের সংশ্লিষ্ট সামর্থ্যবানদের এগিয়ে আসার ব্যাপারে আহবান জানানো হয়। এছাড়াও, উক্ত অনুষ্ঠানে ত্রিনয়ন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মোঃ ইমরান হোসেন মোল্লা শিক্ষার হার বৃদ্ধি ও মানোয়ন্নয়ন, প্রযুক্তির যথাযথ ব্যবহার, তরুন সমাজকে দেশ ও সমাজ সম্পর্কে সম্যক ধারণা লাভ এবং মাদকমুক্ত সমাজ তথা তরুন সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে সবার প্রতি উদাত্ত আহবান জানান। ভবিষ্যতে, ত্রিনয়ন ফাউন্ডেশন কর্তৃক দেশে-বিদেশে সমাজের অনগ্রসর অংশের উন্নয়নের লক্ষে এরকম জনহিতকর নানাবিধ উদ্যোগ অব্যাহত থাকবে মর্মে অঙ্গীকার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে অনুমোদনের দ্বারপ্রান্তে মডার্নার ভ্যাকসিন
পরবর্তী নিবন্ধআবার বেড়েছে আলু-পেঁয়াজের দাম, স্বস্তিতে সবজি