ত্রাণ কার্যক্রমে আলু বিতরণের জন্য কৃষি মন্ত্রণালয়ের চিঠি

নিজস্ব প্রতিবেদক:

সরকারের ত্রাণ কার্যক্রমে আলু অন্তর্ভুক্ত করতে চিঠি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এনজিও বিষয়ক ব্যুরো এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, দেশে আলু উৎপাদন উত্তরােত্তর বৃদ্ধি পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) তথ্যানুযায়ী ২০২০-২১ অর্থবছরে আলু উৎপাদনের পরিমাণ ছিল ১১৩ দশমিক ৭১ লাখ মে. টন। বর্তমানে আলুর পর্যাপ্ত মজুদ রয়েছে।

উৎপাদিত আলুর যথাযথ ও বহুমুখী ব্যবহার নিশ্চিত প্রয়ােজন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

তাই, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি মােকাবিলায় এমনকি হত দরিদ্রের মধ্যে চাল, গম, আটা এবং অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি আলুও বিতরণ করা যেতে পারে। এতে একদিকে যেমন আলুর বহুমুখী ব্যবহার বৃদ্ধি পাবে, অন্যদিকে ভােক্তা পর্যায়ে আলুর চাহিদা পূরণ হবে এবং কৃষকের উৎপাদিত পণ্যের বাজারজাত নিশ্চিত হবে।

এমতাবস্থায় দেশে আলুর পর্যাপ্ত মজুদ থাকায় ত্রাণ কার্যক্রমে চাল, গম, আটা ও অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণের তালিকায় আলুকে অন্তর্ভুক্ত করার প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে নির্দেশক্রমে অনুরােধ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১৫১৬ টাকা
পরবর্তী নিবন্ধএবার ইউএনও-ওসির বিরুদ্ধে দুই মামলার আবেদন