পপুলার২৪নিউজ ডেস্ক :
কোন গাছের ফল নিতে বা ইচ্ছে করে নয়, প্রাণে বাঁচতে বাধ্য হয়ে গাছে উঠলেন এক এনজিওকর্মী। তিনি আসলে জানতেন না রোহিঙ্গা ক্যাম্পের বাস্তব চিত্র কি? ত্রাণের টোকেন বিতরণ করতে গিয়ে বুঝতে পারলেন এখানকার চিত্র।
রবিবার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নিয়োজিত এনজিও সংস্থা মুক্তি বাংলাদেশের একজন কর্মী দাতা গোষ্ঠী থেকে প্রাপ্ত ত্রাণ রোহিঙ্গা শরণার্থীদের মাঝে সুষ্ঠুভাবে বিলি বন্টনের টোকেন বিতরণকালে জনরোষের শিকার হয়ে গাছে উঠে যান।
জানা গেছে, সে যদি গাছ বেয়ে উঠতে না পারত তাহলে দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা ছিল। এ ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের কোন বিকল্প নেই বলে জানান স্থানীয়রা।
ঘটনার প্রত্যক্ষদর্শী, উখিয়া নিউজ ডট কমের সম্পাদক ওবাদুল হক চৌধুরী আবু বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ থেকে শুরু করে যেকোন ক্ষেত্রে অভিজ্ঞ সম্পন্ন লোকের দরকার। তাই এনজিওদের কর্মীদের বাস্তব চিত্র সম্পর্কে আগে জানা প্রয়োজন এখন কিন্তু তা মনে করছেনা কর্মরত এনজিও গুলো। যার কারণে এই অবস্থা।