তেল আবিবে রকেট ছুড়ছে হামাসের সশস্ত্র শাখা

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ গাজার রাফাহ এলাকা থেকে তেল আবিবে রকেট হামলা চালাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলে সেনারা জানিয়েছে, এখন পর্যন্ত আটটি রকেট ছোড়া হয়েছে।

রোববার (২৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের লাইভ আপডেট প্রোগ্রামে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, রাফাহ এলাকা থেকে মধ্য ইসরায়েলে আটটি রকেট ছোড়া হয়েছে। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটিকে বাধাও দিয়েছে।

রকেট হামলা হওয়ায় মধ্য ইসরায়েলের একাধিক শহরে সাইরেন বেজে ওঠে।

হামাসের সামরিক শাখা হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন
পরবর্তী নিবন্ধকেউ ঝুঁকিপূর্ণ ঈদযাত্রার অংশ হবেন না: হাইওয়ে পুলিশপ্রধান