তেঁতুলিয়ায় মসজিদের মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় লোকমদ্দিন (৬৮) নামে এক মসজিদের মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

শুক্রবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা সদরের রনচন্ডি বাজার মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ওই মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করা হয়।

লোকমদ্দিন ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লি গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। তিনি রনচন্ডি বাজার কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিন ও খাদেম হিসেবে নিযুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রনচন্ডি বাজারের কেন্দ্রীয় মসজিদের পাশের ঘরে গলায় ফাঁস লাগানো মুয়াজ্জিনকে ঝুলন্ত অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পায়। পরে লোকজনের চিৎকারে আরো লোকজন জড়ো হয়ে রনচন্ডি স্থানীয় ইউপি সদস্য মো. নূর ইসলামকে খবর দেন। তিনি বিষয়টি তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড
পরবর্তী নিবন্ধশিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে শপথ নিলেন জায়েদ খান