মঙ্গলবার জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ ২৮ রানের ভেতরেই তুলে নেন দুই উইকেট।
তবে স্মিথ ও ওয়ার্নারের দৃঢ় ব্যাটিংয়ে ২৬৫ টার্গেটকে টপকে যেতে টিম অস্ট্রেলিয়ার তেমন কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না।
এর মধ্যে ওপেনার ওয়ার্নার তার মারকুটে ব্যাটিংয়ে অর্ধশতকের ঘর পার করেছেন। অন্যদিকে স্মিথ তাকে দিচ্ছেন যোগ্য সঙ্গ। তিনিও পৌঁছে গেছেন দুই অংকের রানের ঘরে।
দুইজন মিলে ৭৩ বলে গড়েছেন ৫০ রানের পার্টনারশিপ। আর ২৩ ওভার শেষে দুই উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮৬ রান। ওয়ার্নার ক্রিজে রয়েছেন ৬০ ও স্মিথ ১৭ রানে।
এর আগে টাইগাররা তাদের দ্বিতীয় ইনিংস ২২১ রানে শেষ করে, আগের ৪৩ রানের লিডসহ অজিদের সামনে দাঁড়ায় ২৬৫ রানের টার্গেট।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে উল্লেখযোগ্য রান করেছেন তামিম ইকবাল ৭৮, মুশফিক ৪১।
অস্ট্রেলিয়ার হয়ে ন্যাথান লিওন ৬ উইকেট দখল করেন।