পপুলার২৪নিউজ ডেস্ক :
তুরস্কের রাজধানী আঙ্কারায় আগামী ৬ জুলাই রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক সভা করার ঘোষণা দিয়েছে। এ সভায় রোহিঙ্গা মুসলিমদের মানবিক সংকটের কারণ খুঁজে বের করবে।
বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রোহিঙ্গাদের মানবিক সংকটে তুরস্ক সব ধরনের সহযোগিতা করবে। খবর আনাদলু এজেন্সি
এতে বলা হয়, রোহিঙ্গাদের মানবিক সংকট সমাধানের জন্য সমমনা দেশ ও সক্রিয় সংস্থাগুলোকে নিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনা সভা করবে। এই আলোচনায় সমস্যা কারণ খুঁজে বের করবে। এটি ৬ জুলাই আঙ্কারায় অনুষ্ঠিত হবে। এ সভায় তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়, অলাভজনক সংস্থা, দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, তুরস্কের রেড ক্রিসেন্ট ছাড়াও তুরস্কের বিভিন্ন সহযোগিতা এবং সমন্বয় সংস্থা অংশগ্রহণ করবে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২৫ আগস্ট ২০১৭ সাল থেকে মিয়ানমার থেকে দমন-নিপীড়নে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বেশির ভাগ নারী ও শিশু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসে।