পপুলার২৪নিউজ ডেস্ক:
তুরস্কের জরুরি অবস্থার মেয়াদ আরও তিনমাস বাড়ানোর পক্ষে ভোট দিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা।
মঙ্গলবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে আগামী ১৯ জানুয়ারি থেকে আরও তিন মাস জরুরি অবস্থা চলবে বলে সিদ্ধান্ত হয়।
গত ১৫ জুলাই প্রেসিডেন্ট রিসেফ তাইয়িপ এরদোগান বিরোধী সেনা অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। পরে অক্টোবরে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়। মঙ্গলবার তৃতীয়বারের মতো ফের জরুরি অবস্থা দীর্ঘায়িত করা হলো।
জরুরি অবস্থা চলাকালে পার্লামেন্টকে পাশ কাটিয়েই নতুন আইন পাশ করতে পারে সরকার। এ সময়ে প্রয়োজন মনে করলে নাগরিক অধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা সীমিত ও স্থগিত করার সুযোগ রয়েছে।