তীব্র শীতে কাঁপছেন সুনামগঞ্জের হাওর পাড়ের অসহায় মানুষ

নুর উদ্দিন : সুনামগঞ্জে বিশেষ করে হাওর পাড়ের মানুষজন গরম কাপড়ের অভাবে প্রচ- শীতে কাঁপছেন। প্রচ- শীত থেকে রক্ষা পেতে কম্বল, লেপের প্রয়োজন হলেও অসহায় মানুষজন জোগাড় করতে হিমশিম খাচ্ছেন।
হাওর পাড়ের অসহায় গরীব, দিনমজুরদের কম্বল কিনে শীত থেকে রক্ষার সক্ষমতা নেই। সরকারি ভাবে কম্বল বিতরন করা হলেও অসহায় মানুষজন পান না।
সামাজিক, রাজনৈতিক সংগঠন, সমাজের সচ্ছল ব্যক্তিবর্গ অতীতে শীতার্তদের পাশে দাঁড়ালেও এ বছর তা একেবারেই কম। করোনা মহামারির কারণে মানুষের অভাব বাড়ার কারণে এই অবস্থা বলে অনেকে মনে করেন।
কৃষি শ্রমিক আব্দুল মানিক ও আব্দুল রজাক জানান, সপ্তাহ খানেক ধরে খুব বেশি শীত। শীতের মধ্যেও পেটের দায়ে মজুর হিসেবে পানির বোরো জমিতে সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে যাচ্ছেন। পরিবারের সদস্যও বেশি। কষ্ট করে শীতের মধ্যে রাতে ঘুমান। কেউ কম্বল দেওয়া তো দূরের কথা খবরও নেয় না বলে জানান।
রিক্সা চালক ছুরাব আলী বলেন, রিক্সা চালিয়ে কোন রকম ভাবে পরিবার নিয়ে বেঁচে আছি। এ বছর অনেক শীত। কেউ কম্বল, লেপ দিলে অনেক উপকারে আসত। শীতের মধ্যে স্ত্রী ও সন্তানদের নিয়ে কোন রকম বেঁচে আছি।

পূর্ববর্তী নিবন্ধছাতকে পাউবোর ৫২ লাখ টাকা সুরমার জলে
পরবর্তী নিবন্ধ`‌‌‌নদীর ওপারেও মেট্রোরেল নেওয়ার পরিকল্পনা করা উচিত’