তীব্র গরমের সঙ্গে বিক্রি বাড়ছে এসি এবং ফ্রিজের

রমজান আলী : রাজধানীসহ সারা দেশে গ্রীষ্মের তীব্র দাবদাহে ঘরে ও বাইরে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। চলতি সপ্তাহে তাপমাত্রা প্রায় প্রতিদিনই ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাঁটা ছুঁয়ে যাচ্ছে।
এই তীব্র গরমে ঘর ঠান্ডা রাখতে এখন সব শ্রেণি-পেশার মানুষ ছুটছেন বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রনিকস পণ্যের শোরুমগুলোতে। কিনছেন এয়ারকন্ডিশনার, এয়ারকুলার, টেবিল ফ্যান, দেয়াল ফ্যান, রিচার্জেবল ফ্যানের মতো ঘর ঠান্ডা রাখার অ্যাপ্লায়েন্সেস। সেই সঙ্গে অস্বাভাবিক গরমে তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানির জন্য ব্যাপক বিক্রি হচ্ছে ফ্রিজ।
জানা গেছে, কয়েক দিন ধরে দেশি-বিদেশি ইলেকট্রনিকস ব্র্যান্ডের শোরুমে ক্রেতা উপস্থিতি বেড়েছে চোখে পড়ার মতো। পাড়া-মহল্লার ছোট ছোট ইলেকট্রনিকস দোকানে ক্রেতাসমাগম হচ্ছে ব্যাপক। সেইসঙ্গে চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় ক্রেতা সামাল দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট পণ্যের বিক্রেতারা।
রাজধানীর বেশকয়েকটি ইলেকট্রনিক্স কোম্পানির শো-রুমের ম্যানেজার ও বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
তারা জানান, তীব্র গরমের কারণে এসির চাহিদা সব থেকে বেশি। পাশাপাশি ফ্রিজ ও এয়ার কুলারও ভালোই বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে রাজধানীর পুরানা পল্টন এলাকার ওয়ালটন শো-রুমের ম্যানেজার মোঃ আসাদুজ্জামান বলেন, গত কয়েক দিন ধরে গরম বেশি হওয়াতে ওয়ালটন এসি এবং ফ্রিজ খুব বেশি বিক্রি হচ্ছে। তিনি আরো বলেন, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বিক্রি হচ্ছে এসি। গরমের সঙ্গে পাল্লা দিয়ে স্বাভাবিকভাবেই ফ্রিজ, এয়ারকুলার, ফ্যান, জুসার ইত্যাদির বিক্রি বাড়ছে। অত্যাধুনিক প্রযুক্তিতে উচ্চ গুণগতমানের নতুন নতুন মডেলের পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ক্রেতারা ওয়ালটন ব্র্যান্ডকেই বেছে নিচ্ছেন।
রাজধানীর মগবাজার এলাকার সামসং শো-রুমের ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, বিক্রির অবস্থায় খুবই ভালো। গরম বাড়ার সাথে সাথে বিক্রির পরিমাণ বেড়েছে। তিনি আরো জানান যে, গরমে এসির পাশাপাশি টিভি এবং ফ্রিজের বিক্রিও বাড়ছে। টিভি বিক্রির বাড়ার কারণ হিসেবে তিনি বলেন ওয়ার্ল্ডকাপকে সামনে রেখে টিভি বিক্রি হচ্ছে বেশি।
রাজধানীর মগবাজার এলাকার সিঙ্গার শোরুমের ম্যানেজার আবদুর রাকিব মাহমুদ বলেন, গরমে প্রতি বছরেই একটু বিক্রি বাড়ে। তারই ধারাবাহিকতায় বিক্রি হচ্ছে। যা হচ্ছে খারাপ না।
রাজধানীর মগবাজার এলাকার বেস্ট ইলেকট্রনিকস শোরুমের ম্যানেজার আমিনুল ইসলাম বলেন, আমাদের পণ্য চাইলে সবাই কিনতে পারে না। সাধারণত আমাদের পণ্যের দাম একটু বেশি। কারণ আমাদের পণ্যের মান আর অন্যদের পণ্যের মান এক নয়। আমাদের পণ্যের গুনগতমান অনেক উন্নত। তাই আমাদের ক্রেতা হলো একটু উপর লেভেলের। তাই সবার মত আমাদের পণ্য বিক্রি হবে না।
রাজধানীর মগবাজার এলাকার ভিশন শো-রুমের ম্যানেজার মোঃ তামিম বলেন, আমাদের পণ্য তেমন একটা পরিচিতি নেই বাজারে। তাই তেমন একটা বিক্রি আমাদের হচ্ছে না। তাবে গরম বাড়ার কারণে আমাদের ফ্যানটা একটু বেশি বিক্রি হচ্ছে অন্যগুলো তেমন না।
ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে কোম্পানিগুলো দিচ্ছে নানা রকম ছাড়, এক্সচেঞ্জ অফার, ক্যাশ ভাউচারসহ বিভিন্ন গিফট।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, তাপমাত্রা ছিল ঢাকায় ৩৬ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস। দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হওয়ায় সেখানে তীব্র গরম কিছুটা কমেছে। তবে শনিবার ঢাকার তাপমাত্রা কিছুটা কম বেশি হতে পারে।

 

পূর্ববর্তী নিবন্ধসেলুলয়েডের ফিতায় ‘নদী মাতৃক বাংলাদেশ’
পরবর্তী নিবন্ধ৪ মের এইচএসসি পরীক্ষা ১৪ মে