তিস্তা নয়, মমতার বিকল্প প্রস্তাব খতিয়ে দেখবে কেন্দ্র : সুষমা স্বরাজ

 পপুলার২৪নিউজ ডেস্ক:

তিস্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিকল্প প্রস্তাব দিয়েছেন তাই খতিয়ে দেখতে চান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এমনটি জানানো হচ্ছে।

মঙ্গলবার এক বিবৃতিতে সুষমা জানান, মমতার প্রস্তাবের সম্ভাব্যতা সমীক্ষা করা হবে। সমীক্ষা শেষে মমতার সঙ্গে এ বিষয়ে কথাও বলতে চায় কেন্দ্র।গত এপ্রিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেন। সেখানে তিনি তিস্তার পানি বণ্টনের কথা তোলেন। কিন্তু তাতে রাজি নন মমতা। তিস্তার বদলে তোর্সাসহ চারটি নদীর পানি বণ্টনের বিকল্প প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে সে সময়ে কেন্দ্রীয় মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, মমতার প্রস্তাবকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।

মোদী সরকারের সঙ্গে মমতার সাম্প্রতিক সংঘাতের আবহে সুষমার এই বক্তব্যে কৌতূহল তৈরি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টই বলেছেন, সময় লাগলেও তিস্তা নিয়ে কেন্দ্র পশ্চিমবঙ্গকে নিয়েই এগিয়ে যাবে। তিস্তা চুক্তির কোনো সময়সীমা বাঁধা সম্ভব নয়। পশ্চিমবঙ্গকে সঙ্গে নিয়েই স্থলসীমান্ত চুক্তি হয়েছে। তিস্তা নিয়েও রাজ্যের সঙ্গে ঐকমত্য হবে বলে তিনি আশাবাদী। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

পূর্ববর্তী নিবন্ধমাহফুজ ও শিমুর ঈদের নাটক ‘অসামাজিক’
পরবর্তী নিবন্ধধানমণ্ডি থেকে রেস্টুরেন্ট না সরানোয় রুল