তিস্তা ও ধরলার পানি বিপদসীমার ওপরে

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের হাতিবান্ধায় অবস্থিত তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে আজ মঙ্গলবার সকালে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছে। এদিকে ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টেও বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

তিস্তা নদীর পানি পরিমাপক উপসহকারী প্রকৌশলী আমিনুর রশিদ বলেন, সকাল ছয়টার দিকে পানিপ্রবাহের পরিমাণ ছিল ৫২.৫০ সেন্টিমিটার। অর্থাৎ বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বিপদসীমা হলো ৫২.৪০ সেন্টিমিটার।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের বন্যা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী রতন সরকার বলেন, সকাল ছয়টার দিকে কুড়িগ্রামের ধরলা পয়েন্টে পানি ছিল ২৬.৬২ সেন্টিমিটার। এখানে বিপদসীমা ২৬.৫০ সেন্টিমিটার। অর্থাৎ বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, গত দুই দিনে তিস্তা নদীর পানি কমছে। আর ধরলা নদীর পানি বাড়ছে।

উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির কারণে পানি বেড়ে গতকাল সোমবার উত্তরাঞ্চলের মৌলভীবাজার, জামালপুর, গাইবান্ধা, নীলফামারীসহ আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আজও পরিস্থিতি প্রায় একইরকম। গত রোববার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গতকাল কয়েক দফা বৃষ্টিতে সিলেটের বন্যা পরিস্থিতির আবারও অবনতির আশঙ্কা করা হচ্ছে।

 

পূর্ববর্তী নিবন্ধপলাশবাড়ীতে ইয়াবা ও জাল টাকাসহ আটক ৩
পরবর্তী নিবন্ধমিসিসিপিতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৬