তিস্তার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার উপরে

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
উজানের ঢলে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার ভোররাত থেকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে এ ভয়বহ রূপ ধারণ করে। ফলে চরাঞ্চরের নিচু অঞ্চলের বসতভিটায় বন্যার পানি প্রবেশ করছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের সেকসনাল অফিসার (এসও) নূর ইসলাম।

তিনি বলেন, শুক্রবার মধ্যরাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। উজানের ঢলের কারণে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে।

ফরেস্টের চরের কয়েক বাড়ি নদী গর্ভে বিলিন হয়েছে। ওই এলাকার পরিবারগুলো নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। ঝাড়সিংহেরশ্বর এলাকার বসতবাড়িতে বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআটক তিথি নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চুর স্ত্রী
পরবর্তী নিবন্ধহলি আর্টিজানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা