তিন সিটিতে সেনা মোতায়েনের প্রয়োজন নেই : ইসি

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, আসন্ন তিন সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন আছে বলে মনে করি না। বিএনপি তিন সিটিতে সেনা মোতায়েনের দাবি জানানোর পর তিনি এ কথা বলেন।

সোমবার নির্বাচন ভবনে বৈঠক করে সেনা মোতায়েনের দাবি জানায় বিএনপি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশন সন্তুষ্ট কি-না জানতে চাইলে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, এখন পর্যন্ত যা আছে তাতে সন্তুষ্ট বলা যায়।

খুলনা বা গাজীপুরে যে অনিয়ম হয়েছে তার পুনরাবৃত্তি তিন সিটি না হওয়ার জন্য কমিশন কি ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ওই নির্বাচনে অনিয়ম হয়নি এটা বলবো না। অনিয়মের কারণে কয়েকটি ভোটকেন্দ্র বন্ধ করা হয়েছে। অনিয়মের কারণ খুঁজে ব্যবস্থা নেয়া হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে তিন সিটি নির্বাচনের যাবতীয় কার্যক্রম তিনজন নির্বাচন কমিশনার তদারকি করছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, রাজশাহী সিলেট বরিশাল সিটি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে চায় কমিশন। এ জন্য যাবতীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিক তদন্তে কয়লার ঘাটতি পেয়েছে দুদক
পরবর্তী নিবন্ধবেতন বিলের সঙ্গেই ইন্টারনেট ও টেলিফোন ভাতা