পপুলার২৪নিউজ ডেস্ক:
সরফরাজ আহমেদকে পাকিস্তানের টি-টোয়েন্টি আর ওয়ানডের দলপতির দায়িত্ব দেওয়া হলেও মিসবাহ-উল-হক ছিলেন দলটির টেস্ট দলপতি, ডেপুটি হিসেবে ছিলেন সরফরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে সাদা পোশাক থেকে বিদায় নেন মিসবাহ।
এতোদিন টেস্ট দলের কোনো অধিনায়ক না থাকলেও এবার এই দায়িত্ব উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতা দলপতি সরফরাজের কাঁধে।
সরফরাজের নেতৃত্বেই প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে পাকিস্তান। বোর্ডের সিনিয়র এক কর্মকর্তা জানান, যোগ্য দলপতি হিসেবেই সাদা পোশাকের দায়িত্ব পেতে যাচ্ছেন সরফরাজ। সিনিয়র এই কর্মকর্তা আরও জানিয়েছেন, পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান লন্ডন থেকে দেশে ফেরার পর গভর্নিং বডির বৈঠকে এ ব্যাপারে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হবে। তবে, সরফরাজকে টেস্ট অধিনায়ক করার বিষয়টি এক রকম চূড়ান্তই হয়ে গেছে। এটি এখন আনুষ্ঠানিকতা মাত্র।