স্পোর্টস ডেস্ক
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
আজ সোমবার শুরু হওয়া এই ম্যাচে টস জিতেছে জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক ক্রেইগ আরবিন।
সিলেট টেস্টে ৩ উইকেটে হেরে যাওয়া বাংলাদেশের একাদশে এসেছে তিন পরিবর্তন। দলে যুক্ত হয়েছেন এনামুল হক বিজয়, নাঈম হাসান এবং তানজিম হাসান।
প্রায় তিন বছর পর বাংলাদেশের টেস্ট একাদশে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। সর্বশেষ ২০২২ সালের জুনে গ্রস আইল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন ডানহাতি ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্ম বিবেচনায় তাকে দলে নেওয়া হয়।
টেস্ট জার্সিতে তানজিম হাসান সাকিবের অভিষেক হয়েছে আজ। এর আগে সিলেট টেস্টের জন্য স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা পাননি ডানহাতি এই পেসার। স্পিন শক্তি বাড়াতে দলে নেওয়া হয়েছে নাঈম হাসানকে।
চট্টগ্রাম টেস্টের দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা এবং খালেদ আহমেদ। মূলত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ায় এই টেস্টে নেই নাহিদ রানা।
বাংলাদেশ একাদশ
এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাঈম হাসান, তানজিম হাসান সাকিব।
জিম্বাবুয়ে একাদশ:
বেন কারেন, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, তাফাদজাওয়া সিগা (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ভিনসেন্ট মাসেকাজা।