তিন দিনেও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি কার্যকর হয়নি: রিজভী

পপুলার২৪নিউজ প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা এখনও কার্যকর হয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে দেশনেত্রীর পছন্দমতো বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার জন্য দ্রুত ভর্তি করার আহ্বান জানানো হয়।

‘অত্যন্ত পরিতাপ নিয়ে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন- কারাবন্দি খালেদা জিয়াকে শিগগিরই বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করে সুচিকৎসা দেয়া হবে।’

তার আগের দিন নিম্নআদালত হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়ার সুচিকিৎসার নির্দেশ দেন বলে জানান তিনি।

বিএনপির এ নেতা বলেন, তিন দিন চলে গেলেও খালেদা জিয়ার চিকিৎসায় এখনও কোনো উদ্যোগ নেই। আদালতের নির্দেশ ও মন্ত্রীর প্রতিশ্রুতি এখনও কার্যকর হয়নি।

রিজভী বলেন, খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বর্তমান ম্যান্ডেটবিহীন মিডনাইট ইলেকশনের সরকার। সুচিকিৎসার অভাবে তার অসুস্থতা ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হলেও তাকে ফেলে রাখা হয়েছে গুমোট স্যাঁতসেঁতে পরিত্যক্ত কারাগারে।

 

পূর্ববর্তী নিবন্ধসুলতান মনসুরকে বহিষ্কার করবে গণফোরাম
পরবর্তী নিবন্ধরাঙ্গামাটিতে গুলিতে ইউপিডিএফ নেতা নিহত