সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ১২ রোহিঙ্গাকে আটক করে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর উদ্যোগ নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ও আজ শুক্রবার সকালে দুই দফা অভিযানে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তগ্রাম গোটিলা থেকে তাদেরকে আটক করা হয়।
দুপুরে তাদেরকে কক্সবাজার নিয়ে যাওয়ার জন্য পুলিশ লাইনসে আনা হয়। আটককৃতরা একই পরিবারের।
মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নির্যাতিত ও দেশত্যাগী রোহিঙ্গা নাগরিকরা জানান, চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার পড়ুয়া গুটিলা গ্রামের মাওলানা আল আমিন তাদেরকে কক্সবাজার থেকে তাহিরপুরে তার গ্রামে পাঠিয়েছেন। পুলিশ মাওলানা আল আমিনকে খুঁজছে বলে জানা গেছে।
আটককৃতরা হলেন মাওলানা আব্দুস সবুর (৬০), তার স্ত্রী আমেনা বেগম (৪৫), তাদের ছেলে আব্দুল আলিম, তার স্ত্রী উন্মুল খাইর, তাদের সন্তান মোশারফা। এ ছাড়া আব্দুস সবুরের মেয়ে আসলাম, মেয়ে ফারিছা, হারিছা, তাহিলা, সাহিয়া, উমামাকেও আটক করা হয়। বৃহস্পতিবার রাতে আটকের পর আজ শুক্রবার দুপুরে তাদেরকে সুনামগঞ্জ পুলিশ লাইনস ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে তাদেরকে কক্সবাজারের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, “তাহিরপুরে ১২ রোহিঙ্গাকে আটকের পর আমরা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দিয়েছি।
জেলার আর কোথাও রোহিঙ্গা রয়েছে কিনা- তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যারা তাদেরকে এখানে নিয়ে এসেছে তাদেরও খোঁজা হচ্ছে। “