তাহসানের বাবা মারা গেছেন

বিনোদন ডেস্ক : বাবা হারালেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। বুধবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সানাউর রহমান খান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাবার মৃত্যুর খবর জানিয়ে তাহসান খান গণমাধ্যমকে বলেন— ‘রাতে হঠাৎ করে বাবার শরীর খারাপ হয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিতে নিতেই বাবা চলে গেলেন। বাবার জন্য সবাই দোয়া করবেন। উনার দাফনের বিষয়ে পরে জানানো হবে।’

গত ফেব্রুয়ারিতে শারীরিক অবস্থার অবনতি হলে এই অভিনেতার বাবাকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। তারপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়। তাহসানের স্বজনরা জানিয়েছেন, সানাউর রহমান খান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

তাহসানের বাবার মৃত্যুর খবর পেয়ে অনেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ ফেসবুক পোস্টে লিখেছেন— ‘তাহসান ভাইয়ের বাবা ইন্তেকাল করেছেন। আঙ্কেলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস নসীব করেন।’ তা ছাড়াও অভিনেত্রী ঈশিকা খান, সংগীতশিল্পী কর্নিয়া, অভিনেতা মুকিত জাকারিয়াসিহ অনেকে শোক প্রকাশ করেছেন।

 

পূর্ববর্তী নিবন্ধনিজ আইনজীবীর বিরুদ্ধে ৫০০ মিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের
পরবর্তী নিবন্ধআইপিএলে শ্বাসরুদ্ধকর ম্যাচে চেন্নাইকে হারালো রাজস্থান