তারেক রহমান ফিরে এলে আপিল: সানাউল্লাহ 

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

বুধবার এ রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, আমরা আশা করেছিলাম তারেক রহমানসহ বিএনপি নেতারা খালাস পাবেন। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রমূলক মামলা। তারেক রহমান দেশে ফিরলে আমরা রায়ের বিরুদ্ধে আপিল করব।

বিএনপিপন্থী এ আইনজীবী বলেন, মামলার আসামি মুফতি হান্নানকে ৪০০ দিন রিমান্ডে রেখে তারেক রহমানকে জড়িয়ে জবানবন্দি নেয়া হয়েছে। অথচ পরে তিনি জানিয়েছেন- তার কাছ থেকে জোর করে এ জবানবন্দি নেয়া হয়েছে। তার সঙ্গে তারেক রহমানের কোনো দেখা হয়নি, বৈঠকও হয়নি।

দেশে ফেরার বিষয়ে সানাউল্লাহ মিয়া বলেন, অন্যায় ও বেআইনিভাবে তারেক রহমানকে সাজা দেয়া হয়েছে। তিনি অবশ্যই দেশে ফিরবেন। তারেক রহমান দেশে ফিরে এলে আপিল করব আমরা।

পূর্ববর্তী নিবন্ধঅপকর্ম করলে শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধরায়ের প্রতিবাদে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা