তামিম ইস্যুতে অস্থিরতা নেই বিসিবিতে: ইসমাইল হায়দার মল্লিক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপরাসেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠকের পর ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দেন তামিম ইকবাল। তার সরে যাওয়ায় ক্রিকেট বোর্ডকে খুঁজতে হচ্ছে নতুন অধিনায়ক। নেতৃত্ব ছাড়ার পেছনে অন্যতম কারণ তামিমের ইনজুরি। যেটি যথাসময়ে বুঝতে পারেনি বিসিবির মেডিকেল বিভাগ।

তামিমের ইনজুরির অবহেলা, নেতৃত্ব ছাড়া ও নতুন অধিনায়ক খোঁজা সবকিছু মিলিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ক্রিকেট বোর্ড আছে অস্বস্তির মধ্যে। তবে সেটি মানছেন না বিসিবি পরিচালক ও ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক।

শনিবার (৫ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মল্লিক। তামিমের সরে যাওয়াসহ সবকিছু মিলিয়ে বিসিবিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন এই প্রভাবশালী পরিচালক। তবে তামিমের সরে যাওয়া তাদের জন্য ধাক্কা বলে জানিয়েছেন মল্লিক।

‘(অধিনায়ক ঠিক করা নিয়ে) না! (বিসিবিতে) কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন, আমাদের জন্য এটা একটা ধাক্কা’-এভাবেই বলেছেন মল্লিক।

নতুন অধিনায়ক নিয়ে বিসিবি কাজ করছে জানিয়ে মল্লিক বলেন, ‘উনারা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন। ক্রিকেট অপারেশন্স আছে, মাননীয় বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলতি হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবেই ওর এভাবে সরে যাওয়াটা আমাদের জন্য ধাক্কা।’

 

পূর্ববর্তী নিবন্ধড্রেসিংরুমে ফেরার সময় মেজাজ হারিয়ে যা করলেন মেসি
পরবর্তী নিবন্ধ১০ ক্রীড়া ব্যক্তিত্ব ও ২ প্রতিষ্ঠানকে শেখ কামাল ক্রীড়া পুরস্কার প্রদান