ক্রীড়া ডেস্ক:
সোমবার বিকেএসপির মাঠে হার্ট অ্যাটাক। এরপর ঢাকা আনতে চাইলেও শারীরিক অবস্থা বিবেচনায় তামিমকে ভর্তি করানো হয়েছিল সাভারেই। সেখানেই হয়েছিল অস্ত্রোপচার, তাৎক্ষণিকভাবে তামিমের সব চিকিৎসা হয়েছিল বিশেষায়িত ওই হাসপাতালে। চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছিল, পরবর্তী ৪৮ ঘণ্টা সেখানেই থাকতে হবে।
অবশ্য সাভারের কেপিজি হাসপাতাল থেকে মঙ্গলবার রাতেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয় তামিম ইকবালকে। বর্তমানে সেখানেই রয়েছেন, শরীরের অবস্থাও ভালো। এখন যেমন আছে এমন থাকলে দুয়েক দিনের মধ্যেই তামিমকে বাসায় নিতে পারবে পরিবার এমনটি জানিয়েছেন তার চাচা আকরাম খান।
গতকাল বুধবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম বলেন, ‘এভারকেয়ারে সে অবজারভেশনে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরও দুই-তিন দিন এই কন্ডিশনে থাকে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারব।’