তানজানিয়ার প্রেসিডেন্ট মাগুফুলি মারা গেছেন

নিজস্ব ডেস্ক:

আফ্রিকার দেশ তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি (৬১) মারা গেছেন। হৃদযন্ত্রের জটিলতায় বুধবার (১৭ মার্চ) দেশটির দার-ইস-সালাম হাসপাতালে মারা যান তিনি।

তানজানিয়ার নারী ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে মাগুফুলিকে জনসমক্ষে দেখা যায়নি এবং তার স্বাস্থ্য নিয়ে গুজবও ছড়িয়ে পড়ে। মাগুফুলিকে সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি জনসমক্ষে দেখা গিয়েছিল।

তানজানিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এবং মাগুফুলির পাঁচ বছর মেয়াদের বাকি সময় তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। মাগুফুলি গত বছর থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

দেশটির বিরোধীদলীয় রাজনীতিকরা গত সপ্তাহে মাগুফুলির করোনা আক্রান্ত হওয়ার দাবি করেছিলেন, তবে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে বলেছেন, গভীর দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আজ আমরা আমাদের সাহসী নেতা, তানজানিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট জন পম্পে মাগুফুলিকে হারিয়েছি। তার মৃত্যুতে ১৪ দিন জাতীয় শোক থাকবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে করোনায় মৃত্যু ২৭ লাখ ছুঁই ছুঁই
পরবর্তী নিবন্ধজ্ঞানচর্চা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বইমেলা