পপুলার২৪নিউজ ডেস্ক:
তাঞ্জানিয়ার উত্তরাঞ্চলীয় পর্যটন এলাকায় একটি স্কুলবাস গিরিসঙ্কটে পড়ে ৩৫ জন নিহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার সকালে আরুশা এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৩২ জন স্কুলশিশু, দুই শিক্ষক ও বাসটির চালক রয়েছেন। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
আরুশার পুলিশ কমিশনার চার্লস মকুবো জানিয়েছেন, বৃষ্টির মধ্যে পাহাড়ের ঢাল বেয়ে নামার সময় দুর্ঘটনাটি ঘটে। যান্ত্রিক সমস্যার কারণে না চালকের ভুলে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
কারাতু জেলার কারাতু শহরের কাছের এ দুর্ঘটনায় নিহত সব শিক্ষার্থী ক্লাস সেভেনের ছাত্র এবং তাদের সবার বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে বলে জানান তিনি।
মকুবো আরও জানান, পরীক্ষার সিট পড়ায় লাকি ভিনসেন্ট স্কুলের এই শিক্ষার্থীরা অপর একটি স্কুলে যাচ্ছিল।
এক বিবৃতিতে তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি এই দুর্ঘটনাকে ‘জাতীয় দুর্যোগ’ বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, ‘এই দুর্ঘটনা সব স্বপ্নকে ধূলিস্মাৎ করে দিয়েছে। এই শিশুরা জাতীকে সেবার প্রস্তুতি নিচ্ছিল। এই দুর্ঘটনা নিহতদের পরিবার, বন্ধু এবং সর্বপরি জাতীর জন্য অনেক দুঃখের।’