তাইওয়ানের কাছে ১৪২ কোটি ডলারের সমরাস্ত্র বিক্রি করার প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বেজায় চটেছে চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, অবিলম্বে যুক্তরাষ্ট্রের এই ভুল ও বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
তাইওয়ানকে যে অস্ত্রগুলি যুক্তরাষ্ট্রের দেওয়ার কথা তাতে রয়েছে তার মধ্যে রয়েছে প্রাথমিক সতর্কতা রেডার, উচ্চগতির বিকিরণ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, টর্পেডো এবং ক্ষেপণাস্ত্র উপাদানগুলির জন্য প্রযুক্তিগত সহায়তা। গত এপ্রিল মাসে ফ্লোরিডায় এক সভাতেও মার্কিন প্রেসিডেন্টকে এই নীতি না নেওয়ার কথা বলেছিলেন জিনপিং। তারপরেও আমেরিকা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় চটেছে চীন।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বৃহস্পতিবার বলেন, তাইওয়ানকে সাতটি প্রস্তাবের মাধ্যমে অস্ত্র বিক্রির কথা হয়েছে। প্রথমটি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিক্রি করা হবে।