তরুণ ভোটারদের প্রথম ভোটটি স্বাধীনতার পক্ষে হোক: নৌমন্ত্রী  

পপুলার২৪নিউজ ডেস্ক :

দেশের একটি বড় অংশ তরুণ ভোটার, তাদের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে হোক বলেও মন্তুব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান।

মঙ্গলবার সকালে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও দেশের শান্তি দেখে শুধু মাদারীপুরে নয়, সারা দেশের জনগণ আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য লড়াই করে জীবন দিয়েছেন। শেখ হাসিনা গণতন্ত্রকে বিশ্বাস করে বলেই সব দলের সঙ্গে বসে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সবার সহযোগিতায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কারও প্রতি অন্যায় ও জুলুম কিংবা অত্যাচার করবে না শেখ হাসিনার সরকার। নির্বাচনে বিএনপিকে কোনো ধরনের বাধাও দেবে না এ সরকার।

মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নেমেছেন।

 

পূর্ববর্তী নিবন্ধঠাকুরগাঁওয়ে ফখরুলের গাড়িবহরে হামলা, ভাঙচুর
পরবর্তী নিবন্ধপায়ে আঘাত পেয়ে হাসপাতালে লিটন দাস