তরুণ উদ্যোক্তা তৈরির প্রতিশ্রুতি নিয়ে হোম ইকোনমিক্স দিবস পালন

 নিজস্ব প্রতিবেদক: মানুষের মৌলিক চাহিদা পূরণে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জীবনদক্ষতা অর্জন হোম ইকোনমিক্স শিক্ষার মূল দর্শন। হোম ইকোনমিক্স বিষয়টি প্রাকৃতিক, পারিবারিক ও সামাজিক ভারসাম্য রক্ষার মাধ্যমে সর্বস্তরে গুণগত পরিবর্তনে সক্ষম। তৃণমূলে উদ্যোক্তা সৃষ্টি, সমাজে লিঙ্গ সমতা আনয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে হোম ইকোনমিক্স শিক্ষা চালিকা শক্তি হিসাবে কাজ করে আসছে। হোম ইকোনমিক্স শিক্ষার অন্তর্নিহিত এসব গুণাবলী ও এর গুরুত্ব এবং তাৎপর্য জনসাধারণের সামনে তুলে ধরতেই প্রতি বছর ২১ মার্চ বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। বুধবার বিশ্ব হোম ইকোনমিক্স দিবস উপলক্ষ্যে হোম ইকোনমিক্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, (হিয়াব) ও রাজধানী আজিমপুরের সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের যৌথ উদ্যোগে কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী র‌্যালি, মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সেলিমা আহমেদ, ভাইস প্রেসিডেন্ট সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড.ফিরোজা সুলতানা, হিয়াবের মহাসচিব ও সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফাতিমা সুরাইয়া এবং হিয়াবের কোষাধ্যক্ষ অধ্যাপক সোনিয়া বেগমসহ সংগঠনের সদস্যরা। হিয়াবের মহাসচিব ও সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফাতিমা সুরাইয়া বলেন, হোম ইকোনমিক্স দিবস বিশ্ব জুড়েই পালিত হয়। বাংলাদেশ ২০১৬ সাল থেকে দিবসটি পালন করা শুরু করেছে। এবারই প্রথম গার্হস্থ্য অর্থনীতি কলেজ দিবসটি পালনে উদ্যোগি হয়েছে। কারণ আমাদের এই সাবজেক্টটা এতটায় পিছনে পড়ে আছে, মেয়েদের কর্মসংস্থানও এখনও তৈরি হয়নি। এগিয়ে যাওয়ার আশা নিয়ে আমরা এই কলেজ থেকে আয়োজনের একজন হলাম। তিনি আরও বলেন, অ্যাসোসিয়েশন হোম ইকোনমিক্স শিক্ষার আধুনিকীকরণ ও প্রসারে সচেষ্ট রয়েছে। এছাড়াও অ্যাসোসিয়েশন ব্যক্তিক, সামাজিক ও পেশাগত জীবনে হোম ইকোনমিক্স শিক্ষার চেতনাকে প্রয়োগ করে নারীর ক্ষমতায়ন, কর্মসৃজন, লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে অব্যাহতভাবে অবদান রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হোম ইকোনমিক্স শিক্ষার মধ্যদিয়ে আমরা একদল তরুণ উদ্যোক্তা তৈরি করে দেশকে টেকসই উন্নয়নের দিকে নিয়ে যাবো বলেও মন্তব্য করেন সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফাতিমা সুরাইয়া।

পূর্ববর্তী নিবন্ধকাঁকন বিবি আর নেই
পরবর্তী নিবন্ধ‘আমিই বিশ্বসেরা’