তফসিল ঘোষণার আগে সংলাপের দাবি অযৌক্তিক: কাদের

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংলাপের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে রাজধানীর কেআইবি অডিটরিয়ামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এ কথা বলেন।

দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে সংলাপে বসতে হবে, জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তফসিল ঘোষণার আগে সংলাপের দাবি অবাস্তব, অযৌক্তিক ও অপ্রয়োজনীয়। সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওবায়দুল কাদের জানান, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এটি নির্বাচন কমিশনের মোটামুটি সিদ্ধান্ত।

এ সময় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি অযৌক্তিক, অবাস্তব ও অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, তাদের এসব দাবি মানার কোনো যৌক্তিকতা নেই।

এর পর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ উপলক্ষে সাংবাদিকদের এক প্রশ্নে কখনই উল্টো পথ (রঙ সাইড)দিয়ে নিজের গাড়ি নিয়ে যাননি বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সভাপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন, সড়ক ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ইকরামুল হাসান, নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, সংসদ সদস্য মনিরুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগ্রহণযোগ্য নির্বাচনে গ্রহণযোগ্য বিরোধী দল প্রয়োজন: বার্নিকাট
পরবর্তী নিবন্ধওয়েব সিরিজে অবাধ যৌনতা, আসছে সেন্সর