তদন্তের মুখে পড়ছে রিয়াল মাদ্রিদ!

স্পোর্টস ডেস্ক:

চলতি মৌসুমের শুরু থেকেই স্প্যানিশ লিগে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে আসছে রিয়াল মাদ্রিদ। সম্প্রতি জ্যুড বেলিংহামের লাল কার্ড দেখার ঘটনাটি যেন সেই আগুনে আরও ঘি ঢেলে দিয়েছে। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও কোচ কার্লো আনচেলত্তির অভিযোগ পেয়ে উল্টো শৃঙ্খলা ভঙ্গের দায়ে তদন্তের মুখে পড়তে যাচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

লস ব্লাঙ্কোসরা সম্প্রতি লা লিগার ম্যাচে এস্পানিওলের কাছে ১-০ গোলে হারের পর স্প্যানিশ ফুটবলে ফেডারেশনের (আরএফইএফ) চিঠি পাঠায়। যেখানে রেফারির সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেছে রিয়াল। ম্যাচটিতে এস্পানিওলের কার্লোস রোমেরো রিয়ালের ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে বেপরোয়া ট্যাকল করেও লাল কার্ড না দেখার কারণেই মূলত তাদের ক্ষোভ। ম্যাচজুড়ে ১৪টি ফাউল করেও মাত্র দুটি হলুদ কার্ড দেখে এস্পানিওল। বিপরীতে রিয়াল করে মাত্র ৩টি ফাউল। এরপর শেষদিকে রোমেরোর গোল রিয়াল শিবিরে হতাশা বাড়ায়।

রিয়াল ছাড়াও রিয়াল সোসিয়েদাদ, আলাভেজসহ কয়েকটি লা লিগা ক্লাবও অসন্তুষ্টি জানিয়ে আসছে রেফারিদের নিয়ে। তবে রিয়াল এক্ষেত্রে এককাঠি এগিয়ে। তারা সরাসরি রিয়ালের বিরুদ্ধে রেফারি অবস্থান নিচ্ছেন বলে অভিযোগ তোলে। যা মোটাদাগে লা লিগা কর্তৃপক্ষের স্বচ্ছতা ও রেফারি পদ্ধতিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এই ঘটনায় বেশ উত্তেজনা বিরাজ করছে লিগ অফিসিয়াল ও ক্লাব উভয়পক্ষের মাঝে। তারই জের ধরে রিয়ালের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হতে পারে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম।

এক প্রতিবেদনে ‘কাদেনা কোপ’ জানিয়েছে, মাদ্রিদের অভিযোগ নিয়ে ডিসিপ্লিনারি কমিটি তদন্ত শুরু করতে যাচ্ছে। এ কাজে তারা ৬ সপ্তাহ থেকে ২ মাস পর্যন্ত সময় বেঁধে দিতে পারে। যেখানে অভিযোগগুলোর তদন্তের পাশাপাশি নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। ডিসিপ্লিনারি কমিটি কারও শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পেলে তারা নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এমনকি জরিমানায় পড়তে পারেন মাদ্রিদের যে বোর্ড সদস্য চিঠি পাঠিয়েছেন তিনিও।

এর আগে বারবার অভিযোগ দেওয়া নিয়ে রিয়ালের সমালোচনা করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ক্লাবটি নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। রিয়ালের সমর্থক হিসেবে তিনি ‘বিব্রতবোধ’ করছেন। এমনকি রিয়াল রেফারিং নিয়ে ‘কান্নাকাটি করে মিথ্যা গল্প বানাচ্ছে’ বলেও অভিযোগ তোলেন তেবাস। তার মতে এসব বিষয় ‘অন্যান্য ক্লাবের জন্য অপমানজনক’।

পূর্ববর্তী নিবন্ধওয়ারীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৭০ হাজার টাকা ছিনতাই
পরবর্তী নিবন্ধকোপা দেল রের সেমিতে বার্সা-অ্যাতলেটিকোর ৮ গোলের রোমাঞ্চকর ড্র