রাজু আনোয়ার: বন্ধ হয়ে যাচ্ছে একের পর প্রেক্ষাগৃহ। আর সেসব এখনও বন্ধ হয় নাই সেসবের বেশিরভাগ হলেই না সিনেমা দেখার পরিবেশ। ঠিক এ সময় জানানো হলো, ২৬টি জেলায় নতুন প্রেক্ষাগৃহসহ তথ্য কমপ্লেক্স নির্মাণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। আপাতত জেলা নির্বাচনের কাজ চলছে। নির্বাচন হলেই আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
বিষয়টি গণমাধ্যমকে জানালেন, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মীর মো. নজরুল ইসলাম। এছাড়াও বাজেটের মঞ্জুরি ও বরাদ্দের দাবি সমূহের উল্লেখযোগ্য কার্যাবলিতে তথ্য কমিশনের জন্য নিজস্ব ভবন নির্মাণ ও জেলা পর্যায়ে ২৬টি আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ রয়েছে।
পাশাপশি তথ্য মন্ত্রণালয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ভেতরে বিএফডিসি কমপ্লেক্স নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়ছেন তথ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব।
বিএফডিসি কমপ্লেক্স হবে ১৫ তলা। এফডিসির মধ্যেই তৈরি হবে এই কমপ্লেক্স। যাতে থাকবে সিনেমা হল, শুটিং ফ্লোর। চলতি বছরের শেষের দিকে এটির নির্মাণ কাজ শুরু হবে বলেও জানা যায় ।