ঢামেকে ডেঙ্গুজ্বরে আরও এক নারীর মৃত্যু

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। তার নাম হেনা বেগম (৪৫)।

সোমবার বিকালে ঢামেকে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। এ নিয়ে ঢামেক হাসপাতালে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হলো।

হেনা রাজধানীর শ্যামপুর থানার পালপাড়া এলাকায় ফিরোজ আহমেদের স্ত্রী।

মৃত হেনার ভাই মো. সুমন জানান, হেনা তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সোমবার সকালে বোনকে ঢামেকে স্থানান্তর করা হয়।

এর পর তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে আমার বোন মারা যান।

ঢামেকে এ পর্যন্ত ৩৪ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে জুনে একজন, বাকি ৩৩ জন জুলাই ও আগস্টে।

পূর্ববর্তী নিবন্ধম্যাচ ফিক্সিং: ২ ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধ করল আইসিসি
পরবর্তী নিবন্ধ‘অগ্রগতি ছাড়াই’ জি-৭ সম্মেলনের সমাপ্তি