ঢাবি ক্যাম্পাসে কিশোরকে ছরিকাঘাতে হত্যা

 পপুলার২৪নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহিদুল্লাহ হলের সামনে আরিফ হোসেন (১৫) নামে এক কিশোকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার হেলাল মিয়ার ছেলে। সে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে থাকত। একটি জুতার কারখানায় কাজ করত আরিফ।

আরিফের বড় ভাই আওলাদ হোসেন গণমাধ্যমকে জানান, বিকালে হাইকোর্ট মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিল আরিফ ও তার কয়েকজন বন্ধু। সেখান থেকে শহিদুল্লাহ হলের সামনের রাস্তা দিয়ে ফিরছিল তারা।

এ সময় বিপরীত দিক থেকে আসা ১০ থেকে ১৩ জন যুবকের মধ্যে একজন আরিফের পায়ে লাথি দেয়। পরে আরিফ প্রতিবাদ করলে প্রথমে তাকে মারধর করে ওই যুবকরা। পরে আরিফের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে সে মারা যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের কর্মকর্তা উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে বাসের ধাক্কায় ভিক্ষুকের মৃত্যু ও ট্রাকের ধাক্কায় দৃষ্টি প্রতিবন্ধী আহত
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ বিকেলে