ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আটক ৩

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ঢাবি ক্যাম্পাস ও বাইরের ৭০টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রতি আসনের বিপরীতে ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় দিচ্ছে।

শুক্রবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার এই এমসিকিউ পরীক্ষা শুরু হয়। ২ হাজার ৩৬৩ আসনের বিপরীতে ৩২ হাজার ৭৪৯ জন আবেদনকারী অংশ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাতে ফেইসবুকের মাধ্যমে পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে জালিয়াতির চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোর বাইরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, ঢাকা কলেজ ও ইডেন কলেজ কেন্দ্রে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে।

 

পূর্ববর্তী নিবন্ধঅপরাধী চক্র রোহিঙ্গাদের জড়িয়ে ফেলতে পারে: বিবিসি
পরবর্তী নিবন্ধকৃত্রিম শ্বাসযন্ত্র ছাড়াই শ্বাস নিচ্ছেন মেয়র আনিসুল হক