নিজস্ব প্রতিবেদক
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংলগ্ন এলাকায় অবস্থান করছেন। আর ছাত্রলীগ নেতাকর্মীরা এখনো টিএসসিতেই অবস্থান করছেন।
দুই পক্ষের মধ্যে মিশুক-মুনির চত্বরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য রয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমন পরিস্থিতি দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা হাতে লাঠি নিয়ে নানা আওয়াজ করছেন। তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সাঁজায়া যান নিয়ে প্রস্তুত রয়েছে। তবে ছাত্রলীগকে তেমন উত্তেজনায় থাকতে দেখা যায়নি।
ঢাবিতে ইন্টারনেটের গতি নেই বললেই চলে। ফোন থেকে ডাটা ব্যবহার করা যাচ্ছে না।
বিকেল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ অবস্থান নেয়। বিভিন্ন দিক ঘুরে দুই পক্ষের মধ্যে গিয়ে অবস্থান নিয়েছে পুলিশ।
এর আগে রাজধানীর চানখারপুলে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে দুই পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। বিকেল ৩টার পর এ সংঘর্ষ বাঁধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হলে বিপরীত দিকে বকশীবাজারের রাস্তায় অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। উত্তেজনার এক পর্যায়ে দুপক্ষের ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়।
এ সময় ঢাকা মেডিকেল কলেজ মোড়ে একটি বাস ভাঙচুর করা হয়।