ঢাকা-৫ আসনে ভোটার উপস্থিতি কম

নিজস্ব প্রতিবেদক:ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম। সকাল ৯টা থেকে ভোট শুরু হলেও এক ঘণ্টায় একাধিক কেন্দ্রে এক থেকে দুই শতাংশ ভোট পড়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর কমিউনিটি সেন্টার, ডগাইর দারুচ্ছুন্নাত ফাযিল মাদ্রাসা, মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজসহ একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এসব কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারের উপস্থিতি একেবারেই কম। কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নেতাকর্মীদের উপস্থিতি থাকলেও ভোটার সংখ্যা হাতেগোনা দু-চারজন।

মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক ঘণ্টায় ২৪০০ ভোটের মধ্যে ভোট পড়েছে মাত্র ৩৫টি।

মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের  প্রিজাইডিং অফিসার মো. জসিমউদ্দিন বলেন, মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ভোটার ২৪০০। এরমধ্যে এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৩৫টি।

ডগাইর দারুচ্ছুন্নাত ফাযিল মাদ্রাসার প্রিজাইডিং অফিসার মো. মহসিন মোল্লা বলেন, আমার ১৪৮ নম্বর কেন্দ্রে মোট ভোটার ২৬২৫ জন। সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ৪৫টি। ভোটার সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

পূর্ববর্তী নিবন্ধজমজ রণভীরের দুই নায়িকা পূজা ও জ্যাকলিন
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ৩.১ ট্রিলিয়ন ডলার