পপুলার২৪নিউজ প্রতিবেদক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। তিনি অভিনেতা ফারুক হিসেবেই বেশি পরিচিত।
রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফারুকের হাতে মনোনয়নের চিঠি তুলে দেয়া হয়।
তিনি গাজীপুর-৫ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন। তবে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মেহের আফরোজ চুমকি। বর্তমানে নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি। পরে দলীয় সিদ্ধান্তে ফারুককে ঢাকা ১৭ থেকে মনোনয়ন দেয়া হয়।
ঢাকা-১৭ আসনে বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি আবুল কালাম আজাদ।
ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী ও ভাষানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন।
পুরনো ঢাকায় জন্ম নেওয়া এ ডাকসাইটে অভিনেতা এখন থাকেন উত্তরায়, গুলশানেও তার বাড়ি রয়েছে।
১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আগমন ঘটে ফারুকের। ১৯৭৫ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যথাক্রমে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ও আজীবন সম্মাননায় ভূষিত হন।