ঢাকা-সিরাজগঞ্জ সড়কে ২৪ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি:

ঢাকা-সিরাজগঞ্জ সড়কে অন্তত ২৪ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ।

শুক্রবার (২৯ এপ্রিল) ভোর থেকে সড়কে যানবাহনের চাপ থাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত সড়কে থেমে থেমে গাড়ি চলছে।

মনির হোসেন নামের এক বাস যাত্রী জানান, টাঙ্গাইলের এলেঙ্গা অতিক্রম করার পর থেকে হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকা পড়ে আছি।

সিরাজগঞ্জ জেলার ট্রাফিক ইন্সপেক্টর আবুল আলা মওদুদ জানান, যানবাহনের অতিরিক্ত চাপ, চান্দাইকোনা এলাকায় একটি সেতুতে সমস্যা ও পাঁচলিয়াতে সড়ক দুর্ঘটনার কারণে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে যানজট তৈরি হয়। তবে এখন মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও তেমন যানজট নেই।

পূর্ববর্তী নিবন্ধঈদের আগে গরুর মাংসের কেজি ৭০০ টাকা
পরবর্তী নিবন্ধপাটুরিয়ায় ছোট গাড়ির চাপ, ফেরি পেতে দীর্ঘ অপেক্ষা