ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে রেললাইনে ফাটলের কারণে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ছিল।

শনিবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলস্টেশন মাস্টার নাজমুল হক খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত আসতেই রেললাইনে ফাটলের বিষয়টি রেলওয়ে কর্মীদের নজরে পড়ে। পরে লাইনে দাঁড়িয়ে লাল রঙের কাপড় উড়িয়ে সংকেত দিলে ট্রেনটি থেমে যায়।

এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইন মেরামতের দুই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধএমবাপ্পেকে পেতে ২শ’ মিলিয়ন ইউরো দিতে রাজি রিয়াল
পরবর্তী নিবন্ধসিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ