ঢাকা মহানগরীতে ভোটের সামগ্রী বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর আসনগুলোর জন্য ভোটের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।

শনিবার রেসিডেন্সিয়াল কলেজে সকাল ১১টায় নির্বাচন সামগ্রী বিতরণ শুরু হয়। এখান থেকে দেওয়া হচ্ছে ঢাকা-১৩ আসনের মালামাল।

বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলামের নেতৃত্বে কঠোর নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্তদের হাতে স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম বলেন, “আমাদের ১৫টি সংসদীয় আসনের ১৫টি বিতরণ কেন্দ্র নির্ধারণ করা আছে। সেই কেন্দ্রগুলো থেকে নির্বাচনের মালামাল বিতরণ শুরু হয়েছে। প্রিজাইডিং অফিসাররা সেসব মালামাল গ্রহণ করছেন।”

রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম জানান, ঢাকা মহানগরীর ১৫টি আসনে মোট ভোটার ৫৬ লাখ ৩৩ হাজার ৯২২ জন। মোট প্রার্থী রয়েছেন ১২৬ জন। এসব আসনে ভোটকেন্দ্র রয়েছে ২০৯৯টি।

এসব কেন্দ্রে সবমিলিয়ে ৩৭ হাজার ৭৯৩ জন কর্মী ভোটের দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

নির্বাচন সামগ্রী পেয়ে ঢাকা-১৩ আসনের ৩২ নম্বর ওয়ার্ডের ৮২ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মাহফুজুর রহমান বলেন, “লালমাটিয়া মহিলা কলেজের ৩য় তলায় আমাদের কেন্দ্র। আমরা সকাল থেকেই ছিলাম।

“ইতিমধ্যে নির্বাচন মালামাল গ্রহণ করেছি। এখান থেকে মালামাল নিয়ে কেন্দ্রে যাব। নির্বাচন সংক্রান্ত যেসব নির্দেশনা আমাদের দেয়া হয়েছে সেসব মেনে আমরা কাজ করছি।”

ভোটারের নিরাপত্তা কিভাবে দেয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাবিরুল ইসলাম বলেন, “আপনারা জানেন নাশকতাকারীরা তাদের মতো নাশকতা করে থাকে, কিন্তু তাদেরকে রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। ভোটারদের বলতে চাই, কোথাও যদি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো সুযোগ থাকে আমাদের নজরে আসামাত্রই আমরা পদক্ষেপ নিব।”

১৫টি বিতরণকেন্দ্র থেকে যেসব আসনের ভোটের সামগ্রী বিতরণ করা হবে সেগুলো হল- ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় (ঢাকা-৪), তেজগাঁও সার্কেল অফিস (ঢাকা-৫), সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি (ঢাকা-৬), আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ (ঢাকা-৭), উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ (ঢাকা-৮), খিলগাঁও মডেল কলেজ (ঢাকা-৯), টিচার্স ট্রেনিং কলেজ, মিরপুর রোড (ঢাকা-১০), আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী (ঢাকা-১১), তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় (ঢাকা-১২), ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ (ঢাকা-১৩), সরকারি বাংলা কলেজ ও সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় (ঢাকা-১৪), আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর-১০ (ঢাকা-১৫), মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, বালক শাখা, পল্লবী (ঢাকা-১৬), বনানী বিদ্যানিকেতন (ঢাকা-১৭), উত্তরা কমিউনিটি সেন্টার (ঢাকা-১৮)।

পূর্ববর্তী নিবন্ধইসিতে আওয়ামী লীগের প্রতিনিধি দল
পরবর্তী নিবন্ধবেনাপোল এক্সপ্রেসে আগুনে দগ্ধ ৮ রোগীর কেউ ঝুঁকিমুক্ত নন