ঢাকা টেস্টে মুমিনুলদের লজ্জার হার, সিরিজেও হোয়াইটওয়াশ

স্পোর্টস ডেস্ক:

ঢাকা টেস্টের সময় যত গড়াতে থাকল, ততই ছড়াল রোমাঞ্চ আর উত্তেজনা। হাত থেকে ফসকে যাওয়া ম্যাচে প্রাণের সঞ্চার সাকিব আল হাসানের কল্যাণে। তবে শেষ বিকেলে আক্ষেপই সঙ্গী হলো বাংলাদেশ দলের। শঙ্কা কাটিয়ে যখনই মনে হলো ইনিংস হার এড়ানোর সঙ্গে ম্যাচ ড্র করে মাঠ ছাড়বে স্বাগতিকরা, তখনই এলোমেলো সব। ইনিংস হারের খুব কাছে গিয়ে এড়ানো গেল না হার। নামের পাশে যোগ হলো আরো একটি পরাজয়।

মেহেদী হাসান মিরাকে নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন সাকিব। চা বিরতির পর ৪ উইকেট হাতে থাকা টাইগারদের ম্যাচ বাঁচাতে খেলতে হতো ৩৮ ওভার। তবে শেষ ঘণ্টায় এলোমেলো সব। ৭০ বল খেলা মিরাজ ১৪ রান করে আউট হলে সাকিবও একই পথ ধরেন ব্যক্তিগত ৬৩ রানে। এতে স্বপ্নভঙ্গ বাংলাদেশ দলের। ২০৫ রানে অলআউট স্বাগতিকরা। এতে ইনিংস ও ৮ রানের ব্যবধানে হার বাংলাদেশ দলের। আর ৫ ওভার ব্যাট করতে পারলে গল্পটা ভিন্ন হতো।

 

পূর্ববর্তী নিবন্ধসবচেয়ে ব্যয়বহুল হাসপাতালে খালেদার চিকিৎসা হচ্ছে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত