গাজীপুর প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোররাত থেকে চলা যানজট দুপুর ১২টার দিকে কমেছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে যানজট ছিল। ওই অংশে এখন যান চলাচল স্বাভাবিক।
কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকারের ভাষ্য, গতকাল শুক্রবার রাতে বংশাই সেতুর মেরামতের কাজ করা হয়। এ জন্য মহাসড়কের একদিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ কারণেই রাত থেকে যানজট শুরু হয়। যানজট নিয়ন্ত্রণে আনা হয়েছে।