পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের কুর্ণী পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার রাত ১১টার দিকে মহাসড়কের কালিয়াকৈর ওভারব্রিজ এলাকায় রড ভর্তি একটি ট্রাক বিকল হলে যানজটের সৃষ্টি হয়।
শনিবার সকালেও মহাসড়কের মির্জাপুরের কুর্ণী পর্যন্ত প্রায় একই চিত্র দেখা গেছে। চন্দ্রা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
মির্জাপুরের ট্রাফিক ইনস্পেক্টর মো. সেলিম হোসেন জানান, সকাল ৯টা পর্যন্ত গাড়িগুলো ধীরগতিতে ঘুরলেও ৯টার পর চন্দ্রা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট এক পর্যায়ে চন্দ্রা এলাকা থেকে মির্জাপুরের কুর্ণী পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়।
টাঙ্গাইলের দিকে যান চলাচল করলেও ঢাকার দিকে থেমে রয়েছে বলে জানান তিনি।
মির্জাপুর ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুল ইসলাম জানান, শুক্রবার রাত ১১টার দিকে মহাসড়কের কালিয়াকৈর ওভারব্রিজ এলাকায় রড ভর্তি একটি ট্রাক বিকল হয়ে পড়ে। পরে বিকল যানটি সরিয়ে ফেলা হয়। কিন্তু তারপর মহাসড়কে যান চলছে ধীরগতিতে।
যানজটের কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এছাড়া শুক্রবার বিকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বৃদ্ধি পায়। এছাড়া উত্তরাঞ্চল থেকে গরুভর্তি শত শত ট্রাক চলাচল শুরু করে। সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় গাড়ির গতিও কমতে থাকে।