রোববার গভীর রাত থেকে এ যানজট শুরু হয়েছে বলে পুলিশ ও শ্রমিক সুত্র জানিয়েছে।
সোমবার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা গেছে, তীব্র গরমের মধ্যে যানজটে পড়ে যাত্রীরা বিপাকে পড়েছেন। বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগ চরমে।
হাইওয়ে পুলিশ ও মির্জাপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে বিকল হওয়া ট্রাকটি উদ্ধারের জন্য কাজ করছে।
গোড়াই হাইওয়ে থানা পুলিশ ও পরিবহন শ্রমিকরা জানায়, রোববার দিবাগত রাতে মহাসড়কের কদিমধল্যা নামক স্থানে মালবাহী একটি ট্রাক বিকল হয়ে যায়। পরে মহাসড়কের কদিমধল্যা থেকে চন্দ্রা পর্যন্ত যানজটে স্থবির হয়ে পরে। আস্তে আস্তে এই যানজট বাড়ছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতাউর রহমান বলেন, বিকল হওয়া ট্রাকটি উদ্ধারের জন্য কাজ চলছে।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারী বলেন, বিকল হওয়া ট্রাকটি উদ্ধারে বিলম্ব হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।