ঢাকা ছাড়লেন ৩২৭ জাপানি নাগরিক

পপুলার২৪নিউজ প্রতিবেদক বাংলাদেশে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবার ৩২৭ জন জাপানি ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা ১৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০০১ ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন তারা।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্যমতে, বোয়িং-৭৭৭ মডেলের ফ্লাইটটিতে ৩৩৬ জন জাপানি নাগরিক যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ৯ জন কেন যেতে পারেননি এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপান দূতাবাসের সরবরাহ করা তথ্য মতে, ঢাকা ছেড়ে যাওয়ার প্রস্তুতিতে থাকা জাপানি নাগরিকদের বেশিরভাগই দেশটির অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, মেট্টোরেলসহ বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পের বিশেষজ্ঞ পর্যায়ের কর্মকর্তা। করোনা পরিস্থিতি বিবেচনায় তারা প্রত্যেকেই ছুটি চেয়েছেন, যা জাপান সরকার অনুমোদন করেছে এবং তাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে উড়োজাহাজ ভাড়া করেছে।

পূর্ববর্তী নিবন্ধসুর্যমুখী ফুলের অপরূপ সৌন্দর্যে সেজেছে ছাতকের কেওয়ালীপাড়া
পরবর্তী নিবন্ধদায়িত্ব পালনকালে মাস্ক পরার নির্দেশ প্রধানমন্ত্রীর