ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

যানজট স্থায়ী না হলেও ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের রাস্তায় কাটাতে হচ্ছে। হাইওয়ে পুলিশ বলছে শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে মহাসড়কে সকল প্রকার যানবাহনের চাপ বেশি রয়েছে।

যানজটে হাজার হাজার পণ্য ও যাত্রীবাহী যানবাহন ছাড়াও আটকা পড়েছে রোগীবাহী অনেক অ্যাম্বুলেন্স। যানজটের কারণে ঢাকা কুমিল্লার ২ ঘণ্টার যাতায়াতে সময় লাগছে ৫/৬ ঘণ্টা।

দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে অন্যান্য যানবাহনের পাশাপাশি প্রাইভেট যানবাহনের চাপ বেশি রয়েছে। তাই ভোর থেকে দাউদকান্দি অংশে যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে থানা ও হাইওয়ে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধজিংজিয়াংয়ে মুসলমানদের আটক নয়, প্রশিক্ষণ দেয়া হচ্ছে: চীন
পরবর্তী নিবন্ধএবার ছেলেকে নিয়ে বিতর্কে ইনজামাম