ঢাকা ও চট্টগ্রামে ভূমিকম্প

পপুলার২৪নিউজ ডেস্ক:

ঢাকা ও চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাত ১১টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা জানান, মূল কম্পন অনুভূত হয়েছে ভারতে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৪০ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে ভারতের মনিপুর রাজ্যের মইরাংয়ে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

তিনি আরও জানান, ঢাকা ও চট্টগ্রামে মাত্র ১৫ সেকেন্ড কম্পন অনুভূত হয়েছে। এটি মৃদু মাত্রার কম্পন।

 

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে
পরবর্তী নিবন্ধ৩ মাসে নৌ দুর্ঘটনায় ১৪৯ জন নিহত